![]() |
আপনারা অনেকেই জানেন, বাংলাদেশে PayPal নাই। আর এই জন্য আমাদের মতো ফ্রিল্যান্সার ও অনলাইন উদ্যোক্তারা বিভিন্ন রকম সমস্যায় পরি। যেমন অনলাইনে আয় করা টাকা দেশে আনা, ফেসবুক মার্কেটিং এর পেমেন্ট করা, অনলাইনে কোন কিছু কেনার জন্য পেমেন্ট করা ইত্যাদি সহ আরো অনেক সমস্যা। আর তার অলটারনেটিভ হিসেবে আমরা ব্যাবহার করে থাকিঃ Payoneer, Neteller, Payza, Skrill ইত্যাদি। তবে দারুণ একটি খবর হচ্ছে, আপনারা Payoneer MasterCard টি নিয়ে আসতে পারেন অনেক সহজে। এবং এটা দিয়ে প্রায় সব ধরনের টাকা তোলা ও পেমেন্টের কাজ আমরা করতে পারি। এমনকি USA বা Europe এর কোন ক্লাইন্ট পেমেন্ট করতে চাইলে, সরাসরি অনলাইনে করতে পারবে। ২০০৭ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বের ২০০টি দেশে এটি ব্যবহ্রত হচ্ছে। ইউএস পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট তাদের ব্যবসা প্রসারের জন্য প্রতিটি ফ্রি পেওনার কার্ডের (Free Payoneer Card) সাথে ২৫ ডলার ফ্রি ব্যালেন্স দিচ্ছে, তবে এই অফার একটি নির্দিষ্ট সময়ের জন্য।